আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশ মুখোমুখি ম্যাচে ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এনএসএস এবং মাই ভারত-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'লিডারশিপ' শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন সৌরভ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই আলোচনা সভায় ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দেন 'মহারাজ'। একইসঙ্গে তিনি এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্য যেন বড় হয়, কখনই চটজলদি সাফল্যে মনোনিবেশ করা উচিত নয়।
আর বড় লক্ষ্যের সঙ্গে সঙ্গে নিজেকে কঠিন প্রাকটিসে নিযুক্ত করাও জরুরী। তিনি বলেন, লক্ষ্য যেন স্থির থাকে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেন থাকে পরিশ্রম আর একাগ্রতা। এদিন অডিটোরিয়াম থেকে বেড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠ পরিদর্শন করতে যাবার পথে এদিন দুবাইয়ে ভারত–বাংলাদেশ মুখোমুখি হওয়ায় চলতি বাংলাদেশের অশান্ত পরিবেশ খেলায় তার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, খেলার সঙ্গে তার কী সম্পর্ক? খেলা খেলার জায়গা। খেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে এই খেলা সম্পর্কে তিনি বলে যান ইণ্ডিয়া ভাল খেলবে। ইণ্ডিয়া দারুণ ওয়ানডে টিম। খুব ভাল খেলবে।
